ঢাকা,  শুক্রবার  ০৫ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

‘মিস্টিয়ানো পেনালদো!’, রোনালদোকে বিবিসির গ্রাফিকে খোঁচা

প্রকাশিত: ১৭:৩২, ২ জুলাই ২০২৪

আপডেট: ১৭:৩৫, ২ জুলাই ২০২৪

‘মিস্টিয়ানো পেনালদো!’, রোনালদোকে বিবিসির গ্রাফিকে খোঁচা

ছবি: সংগৃহীত

‘বিবিসি, এটা খুব জঘন্য কাজ হলো।’ চেলসি ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার জন টেরি ইনস্টাগ্রাম স্টোরিতে বিবিসির গ্রাফিকসের ছবি দিয়ে এমনটাই লিখেছেন। বিষয়টা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না!

কিন্তু কী এমন করলো বিবিসি? নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে পেনাল্টি পেয়েছিল পর্তুগাল। অবশ্য স্লোভেনিয়া গোলকিপার ইয়ান ওবলাককে ফাঁকি দিতে পারেননি পেনাল্টিতে নিয়মিত গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো।

মহাগুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করে নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না রোনালদো। পেনাল্টি মিস করে দু হাত দিয়ে মুখ ঢেকে শিশুর মতো কাঁদতে থাকেন তিনি। সতীর্থরা তখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

তা ওই পেনাল্টি মিসের গ্রাফিকস ও ভিডিও দেখানোর সময়ই বিবিসির পর্দায় ভেসে ওঠে ক্যাপশন – ‘মিস্টিয়ানো পেনালদো!’

শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। রোনালদো দলের হয়ে প্রথম শট নিয়ে বল জালে জড়িয়েছেন। ওদিকে পর্তুগাল গোলকিপার দিয়োগো কস্তা স্লোভেনিয়ার তিনটি শটই ঠেকিয়ে দেন। হাঁফ ছেড়ে বাঁচেন রোনালদোরা।

তবে এর মধ্যে বিবিসির মতো জনপ্রিয় সংবাদমাধ্যমে রোনালদোকে অমন খোঁচা মেরে তৈরি গ্রাফিকস সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছে। টেরি যেমন ইনস্টাগ্রামে নিজের হতাশা জানিয়েছেন, অনেক সাংবাদিক ও সাবেক খেলোয়াড়ও এ নিয়ে কথা বলেছেন।

রোনালদো অবশ্য ম্যাচ শেষে পেনাল্টি নিয়ে বলেছেন, ‘পেনাল্টিটা আমাকে আবার ভালো করে দেখতে হবে। বুঝতে পারছি না আমি শটটা ঠিকভাবে নিয়েছি নাকি বাজে হলো শটটা! পুরো বছরে আমি একটা পেনাল্টিও মিস করলাম না, অথচ আজ যখন সবচেয়ে বেশি দরকার হলো (গোল করার), অবলাক শটটা ঠেকিয়ে দিল!’