ঢাকা,  সোমবার  ০১ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জয়ে ফেরার লক্ষ্যে সকালে মাঠে নামছে ব্রাজিল

প্রকাশিত: ২৩:২১, ২৮ জুন ২০২৪

জয়ে ফেরার লক্ষ্যে সকালে মাঠে নামছে ব্রাজিল

ফাইল ছবি

কোপা আমেরিকায় সুখকর শুরু পায়নি ব্রাজিল, প্রথম ম্যাচে তারা গোলশূন্য ড্র করে কোস্টারিকার সঙ্গে। যদিও পুরো ম্যাচেই বল দখল ও শট নেওয়ার দিক থেকে আধিপত্য ছিল সেলেসাওদের। তবে কোপায় নয়বারের শিরোপাধারীরা ১৯টি শট নিয়েও গোলের দেখা পায়নি। দ্বিতীয় ম্যাচে অন্তত সেই হতাশা কাটিয়ে জয়ে ফিরতে হবে দোরিভাল জুনিয়রের দলকে। নতুবা তাদের টুর্নামেন্টে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

সাম্প্রতিক সময়টা ব্রাজিলের জন্য কিছুটা অস্বস্তিকরই যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে তারা সুবিধাজনক অবস্থানে নেই। যদিও নতুন কোচের দায়িত্ব নিয়ে দোরিভাল সেই পরিস্থিতি বদলের চেষ্টা চালাচ্ছেন। এখন পর্যন্ত তার অধীনে খেলে ৪ ম্যাচে দুটি করে জয় ও ড্র দেখেছে ব্রাজিল। কোপার শুরুটাও ড্র দিয়ে হওয়ায় সেলেসাও সমর্থকরাও উন্মুক্ত বিতর্কে জড়াচ্ছেন ফুটবলারদের সঙ্গে। তবে এমন পরিস্থিতিতে ধৈর্য্য ধরার আহবান জানিয়েছেন কোচ দোরিভাল।

প্যারাগুয়ে ম্যাচের আগে তিনি বলেন, ‘এটা স্বাভাবিক যে সর্বশেষ ম্যাচে সবাই একটু ভিন্ন ফল আশা করেছিল। কিন্তু দল যেভাবে খেলেছে, সেটাও সাধুবাদ জানানোর মতো, বিশেষ করে আমরা প্রতিপক্ষের রক্ষণে যেভাবে খেলেছি। আমরা যা করছি বা অর্জন করছি তা আমার কাছে পরিষ্কার। আমরা কেবল কাজ শুরু করেছি। আমরা ঠিকঠাকভাবেই এগোচ্ছি।’

বাস্তবতা বোঝার পাশাপাশি ফুটবলারদের ওপর আস্থা রাখার কথাও জানিয়েছে ৬৫ বছর বয়সী কোচ দোরিভাল, ‘আমাদের ধীরস্থির এবং আত্মবিশ্বাসী থাকতে হবে। যদি আমরা যা করছি তা নিয়ে প্রতি ম্যাচেই সন্দিহান থাকি, তাহলে তো কোথাওই পৌঁছাতে পারব না। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সেটা প্রীতি ম্যাচ হোক বা অন্য কিছু। আমাদের বুঝতে হবে এটা পরিবর্তনের সময়, রূপান্তরের সময়। একটা দল রাতারাতি তৈরি করা যায় না। এটা স্বাভাবিক প্রক্রিয়া। শুধু সর্বশেষ ম্যাচেই নয়, প্রতি ম্যাচেই নেতিবাচকতার চেয়ে ইতিবাচকতাই বেশি দেখাচ্ছে।’

আগের ম্যাচে সুযোগ হাতছাড়া নিয়ে অজুহাত দিতে চান না ব্রাজিল ফরোয়ার্ড রদ্রিগো, ‘মাঠ, কিংবা তাদের লো ডিফেন্সিভ লাইন-এগুলো নিয়ে আমরা অজুহাত দেখাতে পারি না। এই ড্র আমাদের জন্য ছিল হারের মতো। তাই আমাদের উন্নতি করতে হবে, কোনো অজুহাত নয়।’

কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের সক্রিয় খেলোয়াড়দের একজন ছিলেন মিডফিল্ডার লুকাস পাকেতা। ওই ম্যাচে ফিনিশিংয়ে দুর্বলতার কথা স্বীকার করে উন্নতির আশাও দেখিয়েছেন এই তারকা, ‘আমরা অনেক সুযোগ পেয়েছি, নির্দিষ্টভাবে আমিই পেয়েছিলাম তিনটি, যেগুলোতে আমার আরও ভালো করা উচিৎ ছিল। আমাদের স্রেফ আরেকটু বেশি ধৈর্য্য নিয়ে ফিনিশিং করা প্রয়োজন। এটা পরিষ্কার, যে দলগুলো নিচে নেমে ডিফেন্স করে, সেই দলগুলোর বিপক্ষে বক্সের বাইরে থেকে ফিনিশিংয়ের ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারি। তবে এখনও আমরা খুবই আত্মবিশ্বাসী যে আমরা তা করব।’