ঢাকা,  শনিবার  ২৯ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বিশ্বকাপ থেকে বিদায়, কবে দেশে ফিরছে বাংলাদেশ দল?

প্রকাশিত: ২১:১৪, ২৬ জুন ২০২৪

বিশ্বকাপ থেকে বিদায়, কবে দেশে ফিরছে বাংলাদেশ দল?

সংগৃহীত ছবি

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পা রাখে বাংলাদেশ। তবে সুপার এইটে এসেই খেই হারিয়ে ফেলে টাইগাররা। সুপার এইটে টানা দুই ম্যাচেই হারের তিক্ত স্বাদ পায় নাজমুল শান্তর দল। দুই ম্যাচ হারলেও তাদের সামনে সেমিফাইনালে ওঠারও ভালো সুযোগ ছিল। অবশ্য নিজেদের কোনো কৃতিত্বে নয়, অন্যদের ব্যর্থতায়। কিন্তু বাংলাদেশ সেই সুযোগ হেলায় হারিয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সুপার এইটের সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। এবারের বিশ্বকাপে সাত ম্যাচ খেলে তিন জয় ও চার হারের স্বাদ পায় টাইগাররা। এবার তাদের দেশের ফেরার পালা।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ জুন (শুক্রবার) সকাল ৮ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবে ক্রিকেটাররা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে ওঠে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে মিরপুরের মতো পিচে বোলারদের কল্যানে শেষ আটে খেলার সুযোগ পায় শান্তের দল। এই নিয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ।

কিন্তু সুপার এইটে টানা দুই ম্যাচে বাজেভাবে হারের পর টাইগারদের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ জমিয়ে দেয় আফগানরা। অনেকটা অপ্রত্যাশিতভাবে সেমিতে খেলার সুবর্ণ সুযোগ এসে যায় বাংলাদেশের সামনেও। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়েরও ভূমিকা ছিল। অস্ট্রেলিয়াকে হারিয়ে তেইশ বিশ্বকাপ ফাইনালের বদলা নিয়েছে রোহিতরা। তাদের জয়ে সেমির দৌড়ে আশা বেঁচেছিল বাংলাদেশেরও।

তবে সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অবশ্য শেষ চার নিশ্চিতের লক্ষ্যে শুরুতে ঠিকই আশা দেখিয়েছিলেন বোলাররা। মাত্র ১১৫ রানে রশিদ খানদের আটকে দিয়েছিল বাংলাদেশ। সেমিতে যেতে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে তাড়া করতে হতো নাজমুল হোসেন শান্তদের।

কিন্তু ম্যাচের একটা সময়ে দলের ব্যাটারদের দেখে মনে হয়েছে পরের পর্বে যাওয়ার ইচ্ছাটাই যেন নেই কারও! কোনো রকমে ম্যাচটা জয় করাই যেনো তাদের লক্ষ্য। ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেলতে গিয়ে শেষ পর্যন্ত জয়টাও পাওয়া হয়নি। সুপার এইট থেকে খালি হাতেই দেশে ফিরছে শান্তরা।