ঢাকা,  শনিবার  ২৯ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতা ব্যাখ্যায় ৩০ মিনিট লাগবে পাপনের

প্রকাশিত: ২১:১২, ২৬ জুন ২০২৪

বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতা ব্যাখ্যায় ৩০ মিনিট লাগবে পাপনের

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সুযোগ আসলেও, সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। গ্রুপপর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতে জেতা নাজমুল হোসেন শান্ত’র দল সুপার এইটের তিন ম্যাচেই হেরেছে। সর্বশেষ গতকাল আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের সহজ লক্ষ্যও তাড়া করতে নেমে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। হারের পর অভিযোগ ক্রিকেটারদের মানসিকতায় সেমির সমীকরণ মেলানোর চেষ্টা ছিল না।

বাংলাদেশ দলের হার ও বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে আজ (বুধবার) গণমাধ্যমের পক্ষ থেকে বিসিবি প্রধানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। যেখানে তিনি পুরো বিষয়টি ব্যাখ্যায় ৩০ লাগবে বলে জানান। এজন্য তিনি সাংবাদিকদের আমন্ত্রণও জানিয়েছেন, যদিও ওই ব্রিফিংয়ের সুনির্দিষ্ট কোনো সময় এখনও জানানো হয়নি।

অনেকটা তাড়াহুড়োর মুখে পাপন বলেন, ‘এটা শুধু কালকের ম্যাচ না, পুরো টুর্নামেন্ট নিয়ে (বলব) যা এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। এখানে পুরা জিনিসটাই…পারফরম্যান্স বলতে গেলে এর ব্যাকগ্রাউন্ডে অনেক কথা-ই বলতে হবে। এটা না হলে আপনারাও বুঝবেন না, কেউ বুঝবে না। আপনারা আসেন মিনিমাম আধাঘণ্টা লাগবে আমার ব্যাখা করতে।’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘পরিকল্পনাটা এমন ছিল যে আমরা প্রথম ৬ ওভার চেষ্টা করব। পরিকল্পনা ছিল যদি আমরা ভালো শুরু করি, দ্রুত উইকেট যদি না পড়ে, তাহলে আমরা সুযোগটা নেব। কিন্তু যখন আমাদের দ্রুত ৩ উইকেট পড়ে গেল, তখন আমাদের পরিকল্পনা পাল্টে যায়—যেন আমরা ম্যাচটা জিততে পারি। তারপরও আমি বলব, মিডল অর্ডার ভালো সিদ্ধান্ত নেয়নি। যার কারণে ম্যাচটা আমরা হেরে গেছি।’