ঢাকা,  শনিবার  ২৯ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

এলপিএলে একই দলের হয়ে মাতাবেন মুস্তাফিজ-তাওহীদ হৃদয়

প্রকাশিত: ১৭:৫৪, ২৬ জুন ২০২৪

এলপিএলে একই দলের হয়ে মাতাবেন মুস্তাফিজ-তাওহীদ হৃদয়

ফাইল ছবি

বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আগেই দলে ভিড়িয়েছিল ডাম্বুলা সিক্সার্স। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দলটি এবার সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে আরেক বাংলাদেশি ক্রিকেটারকে। মুস্তাফিজের সঙ্গী হয়ে ডাম্বুলা সিক্সার্সের হয়ে এলপিএল মাতাবেন তাওহীদ হৃদয়।

বাংলাদেশের তরুণ তারকা ব্যাটার তাওহীদ হৃদয়ের সঙ্গে চুক্তি করেছে এলপিএলের ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা সিক্সার্স। আজ বুধবার (২৬ জুন) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ডাম্বুলা সিক্সার্স কর্তৃপক্ষ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের খেলা সাত ম্যাচের দুটিতে ৪০ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া আরেকটি ইনিংসে করেছিলেন ৩৭ রান। শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে সেমিফাইনালে ওঠার সমীকরণ মেলাতেও মারমুখী ব্যাটিং করতে গিয়ে আউট হন হৃদয়। ৯ বলে ১৪ রানের ইনিংস খেলেন। বাকি তিন ইনিংসে অবশ্য দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি তিনি।

হৃদয়ের সঙ্গে সরাসরি চুক্তি করলেও অনেক আগেই মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা সিক্সার্স। নিলামেরও আগে আইকন খেলোয়াড় হিসেবে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে নিলাম থেকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স।

এবারের এলপিএলে তারকাসমৃদ্ধ দল গড়ছে ডাম্বুলা সিক্সার্স। মুস্তাফিজ ও হৃদয় ছাড়াও আফগানিস্তানের মোহাম্মদ নবি, ইবরাহিম জাদরান, দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপমানেরও ডাম্বুলার হয়ে খেলার কথা।