ঢাকা,  বৃহস্পতিবার  ২৭ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

২৩ বছর পর আসল ট্রফি দেওয়া হবে কোপা আমেরিকাতে

প্রকাশিত: ২৩:১৬, ১৮ জুন ২০২৪

২৩ বছর পর আসল ট্রফি দেওয়া হবে কোপা আমেরিকাতে

ফাইল ছবি

সাধারণত যে কোনো বড় টুর্নামেন্টে আসল ট্রফি না দিয়ে দেওয়া হয় রেপ্লিকা। যেটি দেখতে হুবহু আসল ট্রফির মতোই। কোপা আমেরিকাতেও এতদিন সেটাই করা হচ্ছিল। তবে দীর্ঘ ২৩ বছর পর আবারও মূল ট্রফি দেওয়া হবে ২০২৪ কোপা আমেরিকা টুর্নামেন্টে।

১৩ জুন এক আনুষ্ঠানিক বিবৃতিতে লাতিন আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল জানিয়েছে, দীর্ঘদিন পর আসল ট্রফি দেওয়া হবে।

শেষবার ২০০১ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কলম্বিয়া আসল ট্রফি গ্রহণের স্বাদ পেয়েছিল। ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন ধরনের রেপ্লিকা দেওয়া হয়েছিল চ্যাম্পিয়ন দলগুলোকে।

মূল কোপা আমেরিকা ট্রফি ১৯১৭ সালে আর্জেন্টিনা এক জুয়েলারি কোম্পানি কাসা এস্কাসানিতে তৈরি করা হয়েছিল। যেটি তৈরিতে তখন খরচ হয়েছিল ৩০০০ সুইস ফ্রাঁ। কোপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হবে জুলাইর ১৪ তারিখ মিয়ামিতে। সেখানেই চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে আসল ট্রফি।