ঢাকা,  শুক্রবার  ২৮ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ - ২০২৪

জার্মানির বিপক্ষে ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড

প্রকাশিত: ২২:৩৬, ১৪ জুন ২০২৪

জার্মানির বিপক্ষে ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড

ছবি: সংগৃহীত

অপেক্ষার প্রহর শেষে। অবশেষে পর্দা উঠছে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের। আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জার্মানির বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

গত অক্টোবরে জার্মানির দায়িত্ব নেয়া কোচ হুলিয়ান নাগেলসমান বলেছেন, ‘আমাদের খুব সাধারণ একটা প্রত্যাশা। আমরা এবার এটা (শিরোপা) জিততে চাই।’

তিনি আরো বলেন, ‘আমরা সব আসরেই এই লক্ষ্য নিয়ে নামি। তবে এটাও ঠিক, আমরাই যে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হব, সেটাও বড় গলায় বলার অবস্থায় এ মুহূর্তে আমরা নেই। আমাদের অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগুতে হবে।’

এদিকে আন্ডারডগ স্কটিশদের লক্ষ্যই থাকবে আসরের শুরুতেই একটা বড় অঘটনের জন্ম দেওয়া। দলটির অধিনায়ক অ্যান্ডি রবার্টসনের লক্ষ্য দলকে নকআউট পর্বে নিয়ে যাওয়া।

তবে কাজটা কঠিন উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা জানি সামনে কঠিন পরীক্ষা আমাদের। তবে অনেক উৎসাহ আর অনুপ্রেরণা পেয়েছি আমরা। দারুণ একটা দলও গড়ে উঠেছে আমাদের। যা এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সেরাটা দিতে হবে এবং আমরা যদি সেটা করতে পারি, কে জানে ২৩ জুন আমরা কোথায় থাকব।’

তিনি আরো বলেন, ‘আমরা এবার কোনো আক্ষেপ করতে চাই না। সবচেয়ে খারাপ কী হতে পারে? আমরা চ্যালেঞ্জ নিয়ে রোমাঞ্চিত, সামনে কী আছে তা নিয়ে আমরা রোমাঞ্চিত এবং আমি যেভাবে পারফর্ম করতে পারি সেভাবে পারফর্ম করতে পারলে আমি আত্মবিশ্বাসী যে আমরা ইতিহাস গড়তে পারব।’