ঢাকা,  শুক্রবার  ২৮ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ - ২০২৪

পর্দা উঠছে ইউরোর, একনজরে দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

প্রকাশিত: ২২:২২, ১৪ জুন ২০২৪

পর্দা উঠছে ইউরোর, একনজরে দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

ফাইল ছবি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার রাতে পর্দা উঠছে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্টের ১৭তম আসরের আয়োজক জার্মানি। ২৪ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ১৫ জুলাই পর্যন্ত।

২০০৬ সালে বিশ্বকাপ আয়োজনের পর এটিই জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়া সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। আসরে ১০টি স্টেডিয়ামে ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়াম (আসনসংখ্যা ৭১ হাজার), মিউনিখ (৬৬ হাজার) ও ডর্টমুন্ডে (৬২ হাজার) সর্বোচ্চ ছয়টি ম্যাচ হবে। মিউনিখে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও স্কটল্যান্ড। ফাইনাল হবে বার্লিনে।

পাঁচটি করে ম্যাচ হবে স্টুটগার্ট (আসনসংখ্যা ৫১ হাজার), হামবুর্গ (৪৯ হাজার), ড্যুসেলডর্ফ (৪৭ হাজার), ফ্রাঙ্কফুর্ট (৪৭ হাজার) ও কোলনে (৪৩ হাজার)। লাইপজিগ (৪০ হাজার) ও গেলসেনকিরশেনে (৫০ হাজার) হবে চারটি করে ম্যাচ। ২০০৬ সালের বিশ্বকাপের সময় ড্যুসেলডর্ফে কোনো ম্যাচ হয়নি।

এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ইংল্যান্ডকে সবচেয়ে এগিয়ে রেখেছেন বুকমেকাররা। গতবার রানার্সআপ হয়েছিল তারা। ইংলিশদের পর ফেবারিট বিশ্বকাপে রানার্সআপ ফ্রান্স ও আয়োজক দেশ জার্মানি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ইউরোতে অংশ নেয়া দেশগুলোর মধ্যে সবার উপরে আছে ফ্রান্স (২)। এরপর আছে বেলজিয়াম (৩), ইংল্যান্ড (৪) ও পর্তুগাল (৬)। জার্মানির র‍্যাঙ্কিং ১৬। সে হিসেবে ইউরোপের নবম সেরা দল তারা। র‍্যাঙ্কিংয়ে সবার নিচে থাকা দেশ জর্জিয়া (৭৫)।

আসন্ন টুর্নামেন্টে মোট ২৪টি দল ৬ গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। চার দেশের একেকটি গ্রুপ থেকে প্রথম দুটি দল শেষ ষোলোতে যাবে। 

এ ছাড়া প্রতিটি গ্রুপে তৃতীয় স্থান পাওয়া দেশগুলোর মধ্যে পয়েন্ট বিবেচনায় সেরা চার দেশও শেষ ষোলোতে যাবে। কোনো গ্রুপে প্রথম দুটো দলের পয়েন্ট সমান হলে নিজেদের মধ্যে খেলার ফল বিবেচনায় প্রথম, দ্বিতীয় ঠিক করা হবে।

এক নজরে দেখে নিন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ ও পূর্ণাঙ্গ সূচি-
 
গ্রুপ-এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ-বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
গ্রুপ-সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
গ্রুপ-ডি: নেদারল্যান্ডস, ফ্রান্স, পোল্যান্ড, অস্ট্রিয়া
গ্রুপ-ই: ইউক্রেন, স্লোভাকিয়া, বেলজিয়াম, রোমানিয়া
গ্রুপ-এফ: পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, জর্জিয়া, তুরষ্ক
 
ইউরোর সূচি: 
১৪ জুন : জার্মানি বনাম স্কটল্যান্ড (মিউনিখ)
১৫ জুন : হাঙ্গেরি বনাম সুইজারল্যান্ড (কোলন)
          স্পেন বনাম ক্রোয়েশিয়া (বার্লিন)
          ইতালি বনাম আলবেনিয়া (ডর্টমুন্ড)
১৬ জুন : পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস (হামবুর্গ)
          স্লোভেনিয়া বাম ডেনমার্ক (স্টুটগার্ট)
          সার্বিয়া বনাম ইংল্যান্ড (জেলসেনকার্চেন)
১৭ জুন : রোমানিয়া বনাম ইউক্রেন (মিউনিখ)
          বেলজিয়াম বনাম স্লোভাকিয়া (ফ্রাাঙ্কফুর্ট)
          অস্ট্রিয়া বনাম ফ্রান্স (ড্যুসেলডর্ফ)
১৮ জুন : তুরষ্ক বনাম জর্জিয়া (ডর্টমুন্ড)
          পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র (লিপজিগ)
১৯ জুন : ক্রোয়েশিয়া বনাম আলবেনিয়া (হামবুর্গ)
          জার্মানি বনাম হাঙ্গেরি (স্টুটগার্ট)
          স্কটল্যান্ড বনাম সুইজারল্যান্ড (কোলন)
২০ জুন : স্লোভেনিয়া বনাম সার্বিয়া (মিউনিখ)
          ডেনমার্ক বনাম ইংল্যান্ড (ফ্রাংকফুর্ট)
          স্পেন বনাম ইতালি (জেলসেনকার্চেন)
২১ জুন : স্লোভাকিয়া বনাম ইউক্রেন (ড্যুসেলডর্ফ)
          পোল্যান্ড বনাম অস্ট্রিয়া (বার্লিন)
          নেদারল্যান্ডস বনাম ফ্রান্স (লিপজিগ)
২২ জুন : জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র (হামবুর্গ)
          তুরষ্ক বনাম পর্তুগাল (ডর্টমুন্ড)
          বেলজিয়াম বনাম রোমানিয়া (কোলন)
২৩ জুন : সুইজারল্যান্ড বনাম জার্মানি (ফ্রাঙ্কফুর্ট)
          স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি (স্টুটগার্ট)
২৪ জুন : ক্রোয়েশিয়া বনাম ইতালি (লিপজিগ)
          আলবেনিয়া বনাম স্পেন (ড্যুসেলডর্ফ)
২৫ জুন : নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়া (বার্লিন)
          ফ্রান্স বনাম পোল্যান্ড (ডর্টমুন্ড)
          ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া (কোলন)
          ডেনমার্ক বনাম সার্বিয়া (মিউনিখ)
২৬ জুন : স্লোভাকিয়া বনাম রোমানিয়া (ফ্রাঙ্কফুর্ট)
          ইউক্রেন বনাম বেলজিয়াম (স্টুটগার্ট)
          চেক প্রজাতন্ত্র বনাম তুরষ্ক (হামবুর্গ)
          জর্জিয়া বনাম পর্তুগাল (জেলসেনকার্চেন)
 
শেষ ষোলো:
ম্যাচ ৩৮ : ২৯ জুন : গ্রুপ-এ রানার্স-আপ বনাম গ্রুপ-বি রানার্স-আপ (বার্লিন)
ম্যাচ ৩৭ : গ্রুপ-এ বিজয়ী বনাম গ্রুপ-সি রানার্স-আপ (ডর্টমুন্ড)
ম্যাচ ৪০ :৩০ জুন : গ্রুপ-সি বিজয়ী বনাম গ্রুপ সি/ডি/এফ’র তৃতীয় দল (জেলসেনকার্চেন)
ম্যাচ ৩৯ : গ্রুপ-বি বিজয়ী বনাম গ্রুপ এ/ডি/ই/এফ’র তৃতীয় দল (কোলন)
ম্যাচ ৪২ : ১ জুলাই : গ্রুপ-ডি রানার্স-আপ বনাম গ্রুপ-ই রানার্স-আপ (ড্যুসেলডর্ফ)
ম্যাচ ৪১ : গ্রুপ-এফ বিজয়ী বনাম গ্রুপ এ/বি/সি’র তৃতীয় দল (ফ্রাঙ্কফুর্ট)
ম্যাচ ৪৩ : ২ জুলাই : গ্রুপ-ই বিজয়ী বনাম গ্রুপ এ/বি/সি/ডি’র তৃতীয় দল (মিউনিখ)
ম্যাচ ৪৪ : গ্রুপ-ডি বিজয়ী বনাম গ্রুপ-এফ রানার্স-আপ (লিপজিগ)
 
কোয়ার্টার ফাইনাল : 
ম্যাচ ৪৫ : ৫ জুলাই : ম্যাচ ৩৯ বিজয়ী বনাম ম্যাচ ৩৭ বিজয়ী (স্টুটগার্ট)
ম্যাচ ৪৬ : ম্যাচ ৪১ বিজয়ী বনাম ম্যাচ ৪২ বিজয়ী (হামবুর্গ)
ম্যাচ ৪৮ : ৬ জুলাই : ম্যাচ ৪০ বিজয়ী বনাম ম্যাচ ৩৮ বিজয়ী (ড্যুসেলডর্ফ)
ম্যাচ ৪৭ : ম্যাচ ৪৩ বিজয়ী বনাম ম্যাচ ৪৪ বিজয়ী (বার্লিন)
 
সেমিফাইনাল :
ম্যাচ ৪৯ : ৯ জুলাই : ম্যাচ ৪৫ বিজয়ী বনাম ম্যাচ ৪৬ বিজয়ী (মিউনিখ)
ম্যাচ ৫০ : ১০ জুলাই : ম্যাচ ৪৭ বিজয়ী বনাম ম্যাচ ৪৮ বিজয়ী (ডর্টমুন্ড)

ফাইনাল :
১৪ জুলাই : ম্যাচ ৪৯ বিজয়ী বনাম ম্যাচ ৫০ বিজয়ী (বার্লিন)