ঢাকা,  শুক্রবার  ২৮ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বঙ্গবন্ধু কাপ কাবাডি

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড

প্রকাশিত: ২৩:৪৭, ১ জুন ২০২৪

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড

সংগৃহিত ছবি

আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বঙ্গবন্ধু কাপ ২০২৪–এর গ্রুপপর্বে টানা পাঁচ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন (এ-গ্রুপ) হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল (রোববার) দিনের প্রথম সেমিফাইনালে স্বাগতিক দলের প্রতিপক্ষ থাইল্যান্ড। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। 

সেমিফাইনাল ম্যাচের আগে আজ (শনিবার) দিনের পুরো সময় হোটেলে বিশ্রামে ছিল বাংলাদেশ দল। সন্ধ্যায় জিমে ঘণ্টা দুয়েক ঘাম ঝরান খেলোয়াড়রা। সেমিফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কোচ সুবিমল চন্দ্র দাস বলেন, ‘সেমিফাইনালে নামার জন্য আমার দল প্রস্তুত আছে। থাইল্যান্ড নিঃসন্দেহে ভালো দল। তবে আমরাও সেরা প্রস্তুতি নিয়ে এই টুর্নামেন্ট খেলছি। গ্রুপপর্বের মতো এই ম্যাচেও দল নিজেদের সেরাটা দিয়ে লড়বে এবং আমরা ভালো খেলে জিতেই ফাইনালে যাব।’

বাংলাদেশের বিরুদ্ধে বিগ ম্যাচ সামনে রেখে থাইল্যান্ডের ম্যানেজার রবীন্দ্র শেঠি বলেন, ‘আগামীকাল আমাদের জন্য বড় দিন, কারণ আমরা বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে খেলব। আমরা গতবার তৃতীয় হয়েছিলাম এবং এবার নজর দেব পরিস্থিতির দিকে। বাংলাদেশ ভালো দল এবং নিজেদের ঘরেও যথেষ্ট ভালো করছে। আমরাও নিজেদের সেরাটা দিয়ে ওদের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করব।’

দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে কেনিয়া ও নেপাল। ওই ম্যাচটি একটু প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার সম্ভাবনা বেশি। সেমিফাইনালে বিজয়ী দুই দল পরশু (সোমবার) ফাইনালে মুখোমুখি হবে।