ঢাকা,  বুধবার  ১৬ অক্টোবর ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মাসবুক ইমামের সঙ্গে শেষ বৈঠকে দরুদ পড়লে সমস্যা আছে?

প্রকাশিত: ১৭:২২, ২৩ সেপ্টেম্বর ২০২৪

মাসবুক ইমামের সঙ্গে শেষ বৈঠকে দরুদ পড়লে সমস্যা আছে?

প্রতীকী ছবি

মাসবুক ওই ব্যক্তিকে বলা হয়, ইমামের পেছনে যার এক বা একাধিক রাকাত ছুটে গেছে। ইমামের সালাম ফেরানোর পর মাসবুককে ছুটে যাওয়া রাকাতগুলো একাকী আদায় করতে হয়। 

মাসবুক ব্যক্তি ইমামের সঙ্গে শেষ বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে। আর তাশাহহুদ পড়ার সময় ধীরে ধীরে পড়ার চেষ্টা করবে। যেন তা ইমামের সালাম ফেরানো পর্যন্ত দীর্ঘায়িত হয়।

তবে কোনো কোনো ফকিহের মতে মাসবুকের জন্য তাশাহহুদের সাথে দরুদ ও দুআ মাসুরাও পড়ার অবকাশ আছে। তাই কেউ পড়ে ফেললে তাতেও সমস্যা হবে না।

(আলমাবসুত, সারাখসি: ১/৩৫; ফতোয়ায়ে খানিয়া: ১/১০৩-১০৪; খুলাসাতুল ফতোয়া: ১/১৬৫; আলবাহরুর রায়েক: ১/৩২৮; রদ্দুল মুহতার: ১/৫১১)