ঢাকা,  শুক্রবার  ২৬ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে ভুয়া ডাক্তার গ্রেফতার

প্রকাশিত: ২০:০১, ৯ জুলাই ২০২৪

টঙ্গীতে ভুয়া ডাক্তার গ্রেফতার

সংগৃহিত ছবি

গাজীপুরেরর টঙ্গীতে জেলা সিভিল সার্জন ডাঃ মাহমুদা আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে ওসমান গনি (৩৪) নামে এক ভুয়া ডাক্তারকে থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় এই অভিযান চালানো হয়। পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত প্রতারক ওসমান গনি (৩৪) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হাদিরা এলাকার মৃত হযরত আলীর ছেলে।

মামলা সুত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় সরকার ডিজিটাল ডায়াগনস্টিক ও কনসালটেন্ট সেন্টারে দীর্ঘদিন থেকে ডাক্তার পরিচয়ে সাধারণ রোগীদের সাথে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল ভুয়া ডাক্তার ওসমান গনি। এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মাহমুদা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে সে কোন কাগজপত্র দেখাতে পারেনি। একপর্যায়ে জানা যায় সে একজন ডি ফার্ম (পল্লী চিকিৎসক)। পরে তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানা যায়, দীর্ঘ ১২ বছর প্রতারক ওসমান গনি ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ রোগীদের চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, মামলার বাদী জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. এফএম আহসান উল্লাহ, প্রধান সহকারী ইখতিয়ার উদ্দিন, অফিস সহকারী আবুল কাসেম প্রমুখ।