ঢাকা,  সোমবার  ০৮ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মসূচি

প্রকাশিত: ২১:৪৬, ৪ জুলাই ২০২৪

কাপাসিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মসূচি

সংগৃহিত ছবি

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয় গাজীপুর জেলা কার্যালয়ের আয়োজনে ও কাপাসিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের সভা কক্ষে এ জনসচেতনামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন শিখা‌। স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মোহাম্মদ মহিবুর রহমান, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুবুর রহমান সিকদার, সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকন, রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরন,বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আতাউজ্জামান বাবলু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।