ঢাকা,  বুধবার  ০৩ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ১৪:০৮, ১ জুলাই ২০২৪

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সংগৃহিত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক ও কৃষানীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার হলরুমে কৃষি সমৃদ্ধ ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ -২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এই বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ৬০০ জন কৃষকে ৫কেজি বীজ ও ১০কেজি এমওপি সার ও ১০কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নবনির্বাচিত মনোয়ার হোসেন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারসহ উপজেলা বিভিন্ন কর্মকর্তারা।