ঢাকা,  রোববার  ৩০ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক 

প্রকাশিত: ২১:৩৭, ২৭ জুন ২০২৪

উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক 

সংগৃহিত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন এলাকায় ইঞ্জিন বিকল হওয়ার সাড়ে চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে বঙ্গবন্ধু সিটি রেল স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। পরে রেল কর্তৃপক্ষ ওই বিকল হওয়া ইঞ্জিন সরাতে উদ্ধার কাজ চালায়। এতে চরম ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা। সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে নেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন (বুকিং) মাস্টার আশরাফুল আলম জানান, বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে নেওয়া হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছে ওই রেলে আশা যাত্রীরা।