ঢাকা,  শনিবার  ২৯ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

আমান বাংলাদেশের গাজীপুর প্লান্ট পরিদর্শনে জার্মান দূত

প্রকাশিত: ২০:৪৫, ২৬ জুন ২০২৪

আমান বাংলাদেশের গাজীপুর প্লান্ট পরিদর্শনে জার্মান দূত

সংগৃহিত ছবি

আমান গ্রুপ জার্মানির অন্যতম সিস্টার কনসার্ন আমান বাংলাদেশের গাজীপুরস্থ প্লান্ট পরিদর্শন করেছেন জার্মান দূতাবাস ঢাকার চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ান রল্ফ ইয়ানোওস্কি।

পরিদর্শনকালে আমান বাংলাদেশের কান্ট্রি এমডি এবং বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) পরিচালক মো. রোকনুজ্জামান, এফসিএ, জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে কারখানা প্রাঙ্গণে স্বাগত জানান। এ সময় আমান বাংলাদেশের কো-চেয়ারম্যান এবং স্ট্যান্ডার্ড গ্রুপের ডিএমডি হাসনাত মোশাররফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।