ঢাকা,  বৃহস্পতিবার  ২৭ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কেয়ারটেকারের মৃত্যু

প্রকাশিত: ২১:১৭, ১৮ জুন ২০২৪

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কেয়ারটেকারের মৃত্যু

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্পিনিং কারখানার এক কেয়ারটেকারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দুপুর ২টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার অটো স্পিনিং লিমিটেড কারখানার ভিতরে এ ঘটনা ঘটে।

নিহত কেয়ারটেকার সামছুল হক মৃধা শরীয়তপুর সদর উপজেলার উত্তর ভাষানচর গ্রামের জয়নাল আবেদীন মৃধার ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) অসীম মন্ডল প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারখানায় কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন সামছুল হক মৃধা। পরিত্যক্ত একটি ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পাশের ডিবিএল কারখানার নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড) ভিকটিমকে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। ভিকটিমের স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।