ঢাকা,  শুক্রবার  ২৮ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২৩:৩৭, ১ জুন ২০২৪

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা

সংগৃহিত ছবি

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) আনুমানিক রাত বার টায় উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু।

এসময় কৃষি জমিতে বালি ভরাটের অপরাধে ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়। এঘটনায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লংঘনের দায়ে পাঁচ জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

কৃষি জমি ও জল মহালে বালি ভরাটের অপরাধে উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকার বাদশা ও রুহুল, জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন গ্রামের চন্দন, তুমলিয়া ইউনিয়নের দক্ষিন সোম এলাকার সাইফুল এবং বালি ভরাটকারী ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলা মার্কের নিবুসহ মোট পাঁচ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী মো: হুমায়ুন শিকদার ও আনসার সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ইউএনও এর নির্দেশে শনিবার উপজেলা প্রশাসন ও নাগরী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারীরা যৌথ ভাবে অভিযান চালিয়ে বালি ভরাটের স্থানে নির্মাণাধীন স্থাপনা ভেঙ্গে ফেলেন।