ঢাকা,  বুধবার  ১৬ অক্টোবর ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ডুয়েট ডে ২০২৪ উদযাপন

প্রকাশিত: ২৩:০৯, ১ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরে ডুয়েট ডে ২০২৪ উদযাপন

ছবি- সংগৃহীত

নানা আনুষ্ঠানিকতায় ২১তম ডুয়েট ডে উদযাপিত হচ্ছে রাজধানীর অদূরে গাজীপুরের শ্যামতলীতে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)  ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ১ সেপ্টেম্বর সকালে ডুয়েটের ক্যাম্পাসে এক র‍্যালির আয়োজন করা হয়। পুরাতন একাডেমিক ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে দিয়ে শেষ হয়।

নতুন একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয় এবং পায়রা উড়িয়ে ডুয়েট ডে এর আনুষ্ঠানিকতা ঘোষণা করেন ড. আরেফিন কাওসার স্যার। এর পর ড. এফ আর খান হলের সামনে বৃক্ষরোপণ করা হয়।

ডুয়েট সেন্ট্রাল ফিল্ডে শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে একটি ক্রিকেট ম্যাচ চলছে। বিকেলে ডুয়েটের বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন শিক্ষকবৃন্দ। স্টলে ডুয়েটের বিভিন্ন ক্লাব তাদের বর্ষব্যাপী কার্যক্রমের প্রদর্শনী করেন তারা।

সন্ধ্যায় ডুয়েটের শহীদ আহসানুল্লাহ মাস্টার অডিটোরিয়ামে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। কণ্ঠশিল্পী আবু উবায়দার সঙ্গে পরিবেশনায় অংশ নিচ্ছে ডুয়েট ডিবেটিং সোসাইটি এবং সৃজনী।