ঢাকা,  শনিবার  ০৬ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই এগিয়ে যাচ্ছি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৩:০৬, ৩ জুলাই ২০২৪

প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই এগিয়ে যাচ্ছি: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা ১৫ বছর ধরে তাই করছি।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ডিজিটাল লাইব্রেরি এবং ফরেন সার্ভিস জার্নাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলে তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন সফরে বাংলাদেশের অগ্রাধিকার ‘উন্নয়ন’। ভারত সফরে নরেন্দ্র মোদিকেও প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) বলেছেন তিনি চীন যাচ্ছেন। ভারতের এ সফর নিয়ে কোনো আপত্তি নেই।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তর করেছিল। এখন তারাই ভারতীয় পণ্যের বিরোধিতা করছে।

সৌদি আরব সফর নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক কেবল শ্রমিক রফতানির মধ্যে সীমাবদ্ধ নেই, বহুমাত্রিক। বাংলাদেশে বিনিয়োগ করতে চায় সৌদি আরব, স্পেশাল ইকোনমিক জোনে তারা এই বিনিয়োগ করবে।

তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের কিছু অসাধু শ্রম রফতানিকারকের কারণে যারা সৌদিতে গিয়ে কাজ পায় না, তাদের ঠেকাতে দুই দেশের মধ্যে যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে আলোচনা হয়েছে।