ঢাকা,  বুধবার  ১৬ অক্টোবর ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

খুশকি তাড়াতে ভরসা রাখুন বেকিং সোডায়

প্রকাশিত: ১৭:১৯, ২৩ সেপ্টেম্বর ২০২৪

খুশকি তাড়াতে ভরসা রাখুন বেকিং সোডায়

প্রতীকী ছবি

আগে কেবল শীতকালে হলেও বর্তমানে সারা বছরেই খুশকি সমস্যায় ভুগতে হয়। মাথার ত্বকে অস্বস্তি সৃষ্টির কারণ এটি। খুশকি তাড়াতে কত কিছুই তো ব্যবহার করেছেন, এবার নাহয় বেকিং সোডা ব্যবহার করে দেখুন। 

কীভাবে বেকিং সোডা ব্যবহার করলে খুশকি দূর হবে জানুন তার উপায়- 

soda1

লেবু ও বেকিং সোডা 

খুশকি দূর করার একটি কার্যকরী উপাদান পাতিলেবু। এতে থাকা সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি ও ফ্ল্যাভনয়েড খুশকি দূর করতে দারুণ কাজ করে। বেকিং সোডার সঙ্গে দুটো লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার মাথার ত্বকে ভালো এই মিশ্রণ মেখে নিন। আধ ঘণ্টা রেখে দিন। এরপর শ্যাম্পু করে নিন।

অ্যাপেল সিডার ভিনেগার ও বেকিং সোডা 

কিছুতেই খুশকি যাচ্ছে না? অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে মাথায় লাগান। এই মিশ্রণ মাথার ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত এই মিশ্রণ ব্যবহার করলে খুশকির সমস্যা কমতে পারে। 

soda2

অলিভ অয়েল ও বেকিং সোডা 

খুশকি তাড়াতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে। অলিভ অয়েলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি ভালো করে মাথার ত্বকে লাগিয়ে নিন। আঙুল দিয়ে স্ক্যাল্পে ভালো করে মালিশ করুন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।