ঢাকা,  বৃহস্পতিবার  ০৪ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গ্লোবাল ভিলেজ মেধাবৃত্তি প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ২১:০৩, ৩০ জুন ২০২৪

গ্লোবাল ভিলেজ মেধাবৃত্তি প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সংগৃহীত ছবি

রিদম অফ গ্লোবাল ভিলেজের আয়োজনে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নগদ অর্থ  পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার (২৯ জুন) গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে  মেধাবৃত্তি প্রতিযোগিতায় উত্তীর্ণ ১১০ জন শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা পত্র প্রদান করা হয়। 

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সহ-সভাপতি শাহ মো. আবু আউয়াল রিজুর সঞ্চালনায় ও মুন্সী মো. আ. মালেকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুর রউফ, গাইবান্ধা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ফুলছড়ি সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আতাউর রহমান সরকার, তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সরকার। 

উল্লেখ্য, রিদম অফ গ্লোবাল ভিলেজ একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে গাইবান্ধার পিছিয়ে পড়া জনপদের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটাতে বছর জুড়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বরে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটে ১১টি  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ ১১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি ৩ জন শিক্ষার্থীকে গ্লোবাল স্টার স্টুডেন্ট পুরস্কার দেওয়া হয় ।