ঢাকা,  বুধবার  ১৬ অক্টোবর ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

আশুলিয়ায় ১০ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১৩:০৬, ২৪ সেপ্টেম্বর ২০২৪

আশুলিয়ায় ১০ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা

.

আশুলিয়া থানাধীন আশুলিয়া ও ইয়ারপুর ইউনিয়ন এলাকার জামগড়া থেকে ঘোষবাগ পর্যন্ত বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের দুই পাশের ১০টি ফ্যাক্টরি শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকালে আশুলিয়া ও ইয়ারপুর ইউনিয়ন এলাকার জামগড়া থেকে ঘোষবাগ পর্যন্ত বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের দুই পাশের হামিম গ্রুপ, শারমিন গ্রুপ, মেডলার গার্মেন্টসসহ ৪৪টি ফ্যাক্টরির শ্রমিকদের পক্ষ হতে ক্রমাগত বেআইনি দাবি উত্থাপন, একের পর এক নতুন দাবি উত্থাপন এবং বিশৃঙ্খলা সৃষ্টির প্রেক্ষিতে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত ১০টি বন্ধ আছে।

আশুলিয়া দোসাইদ এলাকায় সাংগু টেক্স গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হলে সেনাবাহিনী ও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। জিরাবো ফুলবাগান এলাকায় এলাইন্স নিট কম্পোজিট গার্মেন্টসে শ্রমিকরা ফ্যাক্টরি সামনে অবস্থান করছে।

জেনারেশন নেক্সট ফ্যাশনের শ্রমিকরা সকাল সাড়ে ৮টা থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। ওই এলাকায় সেনাবাহিনী ও শিল্প পুলিশের টহল চলমান আছে।

বন্ধ হওয়া ফ্যাক্টরিগুলোর তালিকা:

১. আয়েশা ক্লোথিং লি.
২. এফ এন এফ গার্মেন্টস লি.
৩. সিডকো গ্রুপ লি.
৪. দিপস এ্যাপারেলস লি.
৫. উঁচ্চু ফ্যাশন লি.
৬. সাফা সুয়েটার লি.
৭. পাওনিয়ার ক্যাজুয়াল লি.
৮. দি রোজ গার্মেন্টস লি.
৯. এলাইন্স নীট কম্পোজিট লি.
১০. সাংগু টেক্স গার্মেন্টস