ঢাকা,  মঙ্গলবার  ২২ অক্টোবর ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঘরের কোণে থাকা সাপের কামড়ের পর ঝাড়ফুঁক, গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ১৫:০০, ২০ আগস্ট ২০২৪

ঘরের কোণে থাকা সাপের কামড়ের পর ঝাড়ফুঁক, গৃহবধূর মৃত্যু

সংগৃহিত ছবি

নাটোরের সিংড়ায় সাপের কামড়ে আলেফা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের পূর্ব দামকুড়ি গ্রামের দিনমজুর শাহাদৎ হোসেনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মো. সুলতান আহমেদ জানান, রোববার সকাল ৭টায় গৃহবধূ আলেফা বেগম নিজ বসত ঘরের মেঝে পরিষ্কার করছিলেন। এ সময় ঘরের কোণে থাকা একটি গর্তে বিষধর সাপ আঙুলে কাপড় দেয়। পরে তাকে কোনো চিকিৎসা না দিয়ে পার্শ্ববর্তী আত্রাই থানার একটি গ্রাম্য কবিরাজের কাছে নেয়া হলে ঝাড়ফুঁক দিয়ে তার হাতের বাঁধন ছেড়ে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

পরে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে কালীগঞ্জ বাজারের একটি ওষুধের দোকানে নেন পরিবারের লোকজন। সেখানে গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।