ঢাকা,  মঙ্গলবার  ০২ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সাতক্ষীরায় অনলাইনে জুয়া চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ২৩:১০, ২৯ জুন ২০২৪

সাতক্ষীরায় অনলাইনে জুয়া চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

সংগৃহিত ছবি

অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরা থেকে জুয়া চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (২৯ জুন) বিকালে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তারেক ফয়সাল বিন ইবনে আজিজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

শুক্রবার (২৮ জুন) দিবাগত রাতে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ এ সময় তাদের কাছ থেকে ১৬টি স্মার্ট ফোন জব্দ করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক তারেক ফয়সাল বিন ইবনে আজিজ জানান, দীর্ঘদিন সংঘবদ্ধ চক্র অনলাইনে অবৈধ জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। যেটা অনলাইন মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে জেলা পুলিশের নজরে আসে। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।