ঢাকা,  শনিবার  ২৯ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

তিন পৌরসভার নির্বাচনে ভোটার উপস্থিতিতে খুশি ইসি

প্রকাশিত: ১৭:৫৮, ২৬ জুন ২০২৪

তিন পৌরসভার নির্বাচনে ভোটার উপস্থিতিতে খুশি ইসি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের কাঞ্চনপুর, বরিশালের গৌরনদী ও জামালপুরের মেলান্দহ পৌরসভার নির্বাচনে ভোটার উপস্থিতিতে খুশি নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের মধ্যে উৎসাহ বেড়েছে বলেই বিপুল পরিমাণ ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসি সচিব শফিউল আজিম।

বুধবার (২৬ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, ‘তিন পৌরসভায় ইভিএমে ভোট হয়েছে। এর মধ্যে কাঞ্চনপুরে ৭২ দশমিক ১ শতাংশ, গৌরনদীতে ৪২ দশমিক ৩ শতাংশ ও বরিশালের গৌরনদীতে, জামালপুরের মেলান্দহে ৬৯ দশমিক ৪৩ শতাংশ ভোট পড়েছে। এতেই বোঝা যায় ভোটারদের অংশগ্রহণ বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘গৌরনদীতে প্রার্থীর পক্ষে ঘুষ দেয়ার অভিযোগ এসেছে। তবে কোনও ধরনের সহিংসতা হয়নি। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’