ঢাকা,  বৃহস্পতিবার  ২৭ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

অসহায় মানুষের মাঝে কুরবানির মাংস নিয়ে হাজির ইউএনও

প্রকাশিত: ২১:১১, ১৮ জুন ২০২৪

অসহায় মানুষের মাঝে কুরবানির মাংস নিয়ে হাজির ইউএনও

.

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অসহায় গরিব ও নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে কুরবানির মাংস বিতরণ করেছেন। ঈদের দিন তিনি অসহায় মানুষের কাছে গিয়ে তাদের হাতে কুরবানির মাংস তুলে দেন।

পবিত্র ঈদুল আজহায় অসহায় ও দরিদ্র পরিবারে অসচ্ছলতার কারণে পশু কুরবানি দেওয়া সম্ভব হয় না। যে বাড়িতে কুরবানি হয়, ঈদের দিন হাতে ব্যাগ নিয়ে কেউ কেউ সেই বাড়ির দরজায় দাঁড়িয়ে যান। তবে এমনও লোকজন আছেন যারা চক্ষু লজ্জায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে এক টুকরো মাংস আনা সম্ভব হয় না। তিনি সেই সব দরিদ্র, ভ্যানচালক ও দুস্থ অসচ্ছল মানুষগুলোর হাতে ঈদের দিন বিকালে নিজ হাতে কুরবানির মাংস পৌঁছে দেন ইউএনও সারমিন সাত্তার।

ইউএনওর এমন উদ্যোগকে সচেতন মহল স্বাগত জানিয়েছেন।

ইউএনও বলেন, ছোট থেকেই অসহায় মানুষদের পাশে থাকার খুব ইচ্ছে ছিল। আর তাদের জন্য কোনো কিছু করতে পারলে নিজের স্বাচ্ছন্দ্যবোধ করি। এ ছাড়া সরকারিভাবে জেলা প্রশাসন থেকে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে মাংস বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।