ঢাকা,  বৃহস্পতিবার  ২৭ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

উত্তর সিটিতে ঈদের দ্বিতীয় দিনে দেওয়া কোরবানির সব বর্জ্য অপসারণ

প্রকাশিত: ২০:২৯, ১৮ জুন ২০২৪

উত্তর সিটিতে ঈদের দ্বিতীয় দিনে দেওয়া কোরবানির সব বর্জ্য অপসারণ

সংগৃহিত ছবি

ঈদের দ্বিতীয় দিনেও (মঙ্গলবার) কোরবানি দিচ্ছেন অনেকে। এ দিন দেওয়া কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৮ জুন) ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা পর্যন্ত ৯২৭টি ট্রিপে মোট ৪০০৯ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

বিকেল সাড়ে ৫টায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করে ডিএনসিসি।

এছাড়া, ওয়ার্ডগুলো থেকে গতকাল ঈদের দিন রাত ৮টা পর্যন্ত ২১০১টি ট্রিপে প্রায় ১০ হাজার ৩৭৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।